Book Name:Ghous e Pak Ka Ilmi Maqam

শিক্ষকতার মসনদ

    হযরত সায়িদুনা কাযী আবু সাইদ মুবারক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বাগদাদে একটি মাদরাসা ছিলো, তিনি সেখানে ওয়াজ নসীহত এবং ইলম অর্জনকারীদের পাঠদান করতেন, যখন কাযী সাহেব হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইলমী আমলী, দয়া উৎকর্ষতা এবং বিচক্ষনতার চর্চা শুনলেন, তখন কাযী সাহেব নিজের মাদরাসা তাঁর অধীনে করে দেন অতঃপর লোকেরা যখন তাঁর দয়া উৎকর্ষতা এবং ইলমী দক্ষতার চর্চা শুনলো তখন অধিকাংশ মানুষ তাঁর দরবারে ইলমে দ্বীন অর্জন করার জন্য উপস্থিত হতে থাকে (সীরাত গউসে আযম, পৃষ্ঠা-৫৮)

তেরটি (১৩) জ্ঞানে দক্ষতা

    হযরত আল্লামা নূরুদ্দিন আবুল হাসান আলী শাতনূফি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত সায়িদুনা শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তেরটি (১৩) বিষয়ের উপর জ্ঞানগর্ভ বয়ান করতেন, তাঁর মাদরাসায়ে আলীয়ায় লোকেরা তাঁর থেকে তাফসীর, হাদীস এবং ইলমে কালাম ইত্যাদি পাঠ করতেন, দুপুরের পূর্বে এবং পরে দুই সময়ই লোকেদের তাফসীর, হাদীস, ফিকাহ, কালাম, উসুল এবং নাহু পড়াতেন আর যোহরের পর তিনি তাজবীদ কিরাআত সহকারে কোরআনে করিম পড়াতেন (বাহজাতুল আসরার, পৃষ্ঠা-২২৫)

ছাত্রদের প্রতি ভালবাসা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন যে, হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইলম আমলের অনুসারী এবং খুবই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, তিনি ছাত্রদের খুবই স্নেহ  করতেন, তাদের ছোট ছোট প্রয়োজনের বিষয়েও সজাগ দৃষ্টি রাখতেন যেমনটি

ছাত্রদের জ্ঞানার্জনে সাহায্য

    ইমাম ইবনে কুদামা হাম্বলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরবারে হযরত সায়িদুনা গাউসুল আযম, শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি উত্তর দেন যে, আমি তাঁর জীবনের শেষ সময়ে তাঁকে পেয়েছি এবং তাঁর মাদরাসায় ছিলাম, আমাদের প্রতি এমনভাবে খেয়াল রাখতেন যে, কখনো গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর শাহাযাদা হযরত সায়িদুনা ইয়াহইয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে আমাদের নিকট পাঠাতেন, আমাদের জন্য প্রদিপ