Book Name:Ghous e Pak Ka Ilmi Maqam

Æ মারহাবা ইয়া গাউসে পাক   Æ মারহাবা ইয়া গাউসে পাক  

Æ মারহাবা ইয়া গাউসে পাক

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুসংবাদ

    প্রিয় ইসলামী ভাইয়েরা! গাউসে ছামদানী, শাহবাযে লা-মাকানী, কিন্দিলে নূরানী হযরত সায়িদুনা শায়খ আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ১ম রমযান জুমার দিন ৪৭০ হিজরীতে বাগদাদ শরীফের নিকটতম গ্রাম জিলানে জন্মগ্রহণ করেন (বাহজাতুল আসরার, পৃষ্ঠা-১৭১) মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত ১০৬ পৃষ্ঠা সম্বলিত কিতাব গাউসে পাক কে হালাতএর ২১ পৃষ্ঠায় রয়েছে; মাহবুবে সুবহানী, শায়খ আব্দুল কাদের জিলানী এর শ্রদ্ধেয় পিতা হযরত সায়িদুনা আবু সালেহ মূসা জঙ্গি দোস্ত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হুযুর গাউসে আযম  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জন্মের সময় দেখেন যে, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কিরাম আউলিয়ায়ে এজামদের رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين সাথে তাঁর ঘরে আগমন করেন এবং তাঁকে এই সুসংবাদ দ্বারা ধন্য করেন: হে আবু সালেহ! আল্লাহ পাক তোমাকে এমন সন্তান দান করেছেন, যে অলী এবং সে আমার আর আল্লাহ পাকের মাহবুব আর তাঁর শান, আউলিয়া কুতুবের মাঝে এমনি হবে, যেমন শান আম্বিয়া রাসূলগণের عَلَیْهِمُ السَّلَام মাঝে আমার (সীরাতে গউসে সাকালাইন, পৃষ্ঠা-৫৫)

ফানুসে হেদায়াত         গাউসে পাক  সরতা পা শরাফত   গাউসে পাক

সরতাজে শরিয়ত         গাউসে পাক  হে মাহযানে আযমত গাউসে পাক

Æ মারহাবা ইয়া গাউসে পাক   Æ মারহাবা ইয়া গাউসে পাক  

Æ মারহাবা ইয়া গাউসে পাক

আম্বিয়ায়ে কিরামের عَلَیْهِمُ السَّلَام সুসংবাদ

    তাঁর শ্রদ্ধেয় পিতাকে নবীয়ে করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ছাড়াও অসংখ্য আম্বিয়ায়ে কিরামগণও عَلَیْهِمُ السَّلَام এই সুসংবাদ দিয়েছেন যে, সকল আল্লাহ পাকের অলীগণ তোমার সন্তানের অনুগত হবে এবং তাঁদের কাঁধে তাঁর কদম মুবারক থাকবে (তাফরিহুল খাতির, পৃষ্ঠা-৫৭)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা দেখলেন তো!  আমাদের গাউসে পাক, শাহানশাহে বাগদাদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শান ও মহত্ব কিরূপ মহৎ ও উচ্চতর, কেননা তাঁর জন্ম হতেই অদৃশ্যের সংবাদ দাতা আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর উচ্চ