Book Name:Ghous e Pak Ka Ilmi Maqam
গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মজলিশে চারশত (৪০০) লোক দোয়াত কলম নিয়ে উপস্থিত হতো এবং তাঁর বাণীগুলো লিখে সংরক্ষণ করতো। (কালাইদুল জাওয়াহের, পৃষ্ঠা-১৮) হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উম্মতের সংশোধনের চেতনা বর্ণনা করতে গিয়ে তাঁর শাহযাদা হযরত শায়খ আব্দুল ওয়াহাব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ চল্লিশ (৪০) বছর বয়ান করেছেন। শায়খ ওমর কিমিয়ানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন যে, তাঁর কোন বয়ান এমন ছিলো না, যাতে লোকেরা ইসলাম ধর্ম গ্রহন করেনি এবং চোর, ডাকাত, ফাসিক, পাপিষ্ট তাঁর হাতে তাওবা করেনি। (কালাইদুল জাওয়াহের, পৃষ্ঠা-১৮)
প্রিয় ইসলামী ভাইয়েরা! গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর পুরো জীবন ইলমে দ্বীনের সংস্করণ ও প্রসারে অতিবাহিত করেছেন। আমাদেরও তাঁর জীবন চরিত অনুযায়ী চলে ইলমে দ্বীন অর্জনে লিপ্ত হওয়া উচিৎ। اَلْحَمْدُ لِلّٰه বর্তমান যুগে দাওয়াতে ইসলামী আমাদেরকে সহজভাবে ইলমে দ্বীন শেখার অনেক উপায় সৃষ্টি করে দিয়েছে। যেমন; মাদরাসাতুল মদীনা (বয়েজ ও গার্লস), জামিয়াতুল মদীনা (বয়েজ ও গার্লস)। এছাড়াও বিভিন্ন বিভাগের সাথে সম্পর্কযুক্ত ইসলামী ভাইদের প্রশিক্ষণ এবং তাদের মাঝে আরো উপযুক্ততা সৃষ্টির জন্য বিভিন্ন কোর্সও করানো হয়ে থাকে। আপনিও এতে অংশগ্রহন করুন এবং ইলমে দ্বীন অর্জন করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد