Book Name:Ghous e Pak Ka Ilmi Maqam

জালাতেন এবং তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমাদের জন্য তাঁর ঘর থেকে খাবার পাঠাতেন (সীয়রে আলামুন নিবালা, আল শেয়খ আব্দুল কাদের বিন আবী সালেহ, ১৫/১৮৩

    প্রিয় ইসলামী ভাইয়েরা! শুনলেন তো আপনারা, হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইলমে দ্বীন অর্জনকারী ছাত্রদের উপর কিরূপ স্বেনশীল ছিলেন যে, তাদের জন্য নিজের ঘর থেকে খাবার পাঠিয়ে দিতেন, সুতরাং আমাদেরও উচিৎ যে, দ্বীনি শিক্ষার্থীদের প্রয়োজন সমূহের দিকে নিজ নিজ সামর্থ অনুযায়ী গভীরভাবে খেয়াল রাখুন, যেমন যাদের সামর্থ আছে বিশেষ করে গরীব ছাত্রদের জন্য দ্বীনি কিতাব, পোশাক, ঋতু অনুযায়ী থাকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন এবং অন্যান্য ভাল ভাল নিয়্যত সহকারে নিজের অংশ মিলিয়ে দ্বীনের সাহায্যকারীদের সারিতে আমরাও অর্ন্তভুক্ত হয়ে যাই, কে জানে হতে পারে এই নেক কাজের বরকতে আমাদের পাক পরওয়ারদিগার আমাদের উপর সর্বদার জন্য সন্তুষ্ট হয়ে যাবে, কে জানে হতে পারে এই নেক কাজের বরকতে আমরা চুড়ান্ত ক্ষমার সমন পেয়ে যাব, দেখুন! যেমনিভাবে আমরা আমাদের সন্তানদের উন্নততর খাবার খাওয়ানো পছন্দ করি, উত্তম পোশাকে দেখতে পছন্দ করি, একটিবার ভাবুন তো! শীতের সময় আমরা আমাদের সন্তানদের কতই খেয়াল রাখি যে, যেন আমার কলিজার টুকরোর ঠান্ডা না লেগে যায়, আমার সন্তানের শরীর এমন যে, না সামান্য ঠান্ডা বাতাস সহ্য করতে পারে, না গরম বাতাসের সামান্যতম ঝাপটা, ঠিক তেমনি ইলমে দ্বীন অর্জনকারী ছাত্রদের বেলায়ও ভাবুন যে, তাদেরও অনেক জীবন অতিবাহিত করার অনেক মৌলিক প্রয়োজনাদি থাকতে পারে, যা সব জায়গায় সহজে পাওয়া যায় না

    আজকে আমরা যে হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর গেয়ারভী শরীফ উদযাপন করছি, তাঁর দ্বীনি ছাত্রদের প্রতি সহানুভূতির একটি দিক এটাও ছিলো যে, তিনি তাদের দুর্বলতা গুলো তুলে ধরতেন, যেমনটি

যরত সায়িদুনা শায়খ আহমদ বিন মুবারক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নিকট একজন অনারবী ছাত্র ছিলো, সে খুবই মেধাহীন ছিলো, অনেক কষ্টেই কোন কিছু তার বুঝে আসতো, একবার সেই ছাত্র তাঁর নিকট বসে সবক পাঠ করছিল এমন সময় আবনে সামহাল নামক এক ব্যক্তি হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর যিয়ারতের জন্য উপস্থিত হলো, যখন সে এই ছাত্রের মেধাহীনতা এবং হুযুর গাউসে পাক