Book Name:Ghous e Pak Ka Ilmi Maqam

ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলতে থাকেন, এই তাফসীরী উক্তিটি তাঁর জানা আছে  হাফিয আবুল আব্বাস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন যে, হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেই একটি আয়াতের চল্লিশটি তাফসীরী উক্তি বর্ণনা করেন এবং প্রতিটি উক্তির বর্ণনাকারীর নামও বর্ণনা করেন, কিন্তু এগারটি তাফসীরের পর থেকে প্রতিটি তাফসীর সম্পর্কে আমার জিজ্ঞাসার উত্তরে আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ না বোধক মাথা নাড়তে থাকেন যে, এই তাফসীর আমার জানা নাই (আখবারুল আখইয়ার, পৃষ্ঠা-১১ বাহজাতুল আসরার, পৃষ্ঠা-২২৪ যুবদাল আসার, পৃষ্ঠা-৫২)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ঘটনা দ্বারা হুযুর গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জ্ঞানের স্তর মর্যাদার উচ্চতা স্পষ্টভাবে অনুভব করা যায় যে, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একই সময়ে একটি আয়াতে মুবারাকার চল্লিশটি (৪০) তাফসীর বর্ণনা করেছেন, যার মধ্যে উনত্রিশটি (২৯) তাফসীর আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জানাও ছিলো না, অথচ আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেই সময়ের অনেক বড় আলিম ইমাম ছিলেন, তিনি ইলমে কোরআন, ইলমে হাদীস, ইলমে ফিকাহ, ভূ-গোল শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, ইতিহাস, তাফসীর, ইলমে নাহু, জ্যোতি বিদ্যা, গণিত শাস্ত্র, সাহিত্য এবং নাহু ইত্যাদি বিদ্যা ছাড়াও বহুবিধ বিষয়ে কিতাব প্রণয়ন করেছেন তাঁর প্রণীত কিতাবের সংখ্যা ৩০০ এরও অধিক বলা হয়ে থাকে তন্মধ্যে কিছু কিতাব বিভিন্ন খণ্ডে বিভক্ত, আবার কতগুলো একক রিসালা(উয়ুনুল হিকায়তের ভুমিকা, /)

    ইমাম ইবনে খুদামা হাম্বলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ইমাম ইবনে জাওযী   رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজ যুগে ওয়ায খেতাবতের ইমাম ছিলেন, বিভিন্ন বিষয়ে খুবই সুন্দর সুন্দর কিতাব রচনা করেছেন, পাঠদানও করতেন এবং তিনি হাফিজুল হাদীসরও ছিলেন (হাফিযুল হাদীস কাকে বলা হয়? আসুন! শুনি! একলক্ষ (,০০,০০০) হাদীস শরীফ সনদ সহকারে যার মুখস্ত তাকে হাফিজুল হাদীস বলা হয়)। (আঁসুয়ো কা দরিয়া এর ভূমিকা, পৃষ্ঠা-১৫) কিন্তু যুগের এতো বড় ইমাম হওয়ার পরও আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ, হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বর্ণনাকৃত চল্লিশটি তাফসীরী উক্তির মধ্যে মাত্র এগারোটি সম্পর্কে জানতেন, যা দ্বারা হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জ্ঞানের সমুদ্রের গভীরতার অনুমান করা যেতে পারে

সুলতানে বেলায়ত   গাউসে পাক  দরিয়ায়ে কারামত    গাউসে পাক

ওলীয়ুঁ পে হুকুমত        গাউসে পাক  ফরমাওঁ হিমায়ত         গাউসে পাক