Book Name:Zulf e Mustfa Ki Qasam

চালিয়ে তাদের এগিয়ে যাচ্ছে  এটা দেখে তিনি কিছু দ্রুতগামী অশ্বারোহীকে নির্দেশ দিলেন যে, এই অশ্বারোহীর খবর নাও! অশ্বারোহীরা যখন কাছাকাছি পৌঁছাল, তখন ডেকে বলল: হে বীর অশ্বারোহী! একটু দাঁড়াও! এটা শুনেই সে দাঁড়িয়ে গেল  জানা গেল যে, সে ছিল হযরত খালিদ বিন ওয়ালিদ  رَضِیَ اللهُ عَنْہُ  এর স্ত্রী  হযরত আবু উবাইদা  رَضِیَ اللهُ عَنْہُ  সফরের কারণ জিজ্ঞাসা করলে সে বলল: হে আমির! যখন রাতে আমি শুনলাম যে আপনি ইসলামী সেনাবাহিনীতে ঘোষণা করিয়েছেন যে, হযরত খালিদ বিন ওয়ালিদ  رَضِیَ اللهُ عَنْہُ  কে শত্রুরা ঘিরে ফেলেছে, দ্রুত প্রস্তুত হয়ে যাও! তখন আমি মনে করেছিলাম যে, তারা কখনো ব্যর্থ হবে না কারণ তাদের সাথে হুযূর   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   এর পবিত্র চুল রয়েছে  কিন্তু যেই আমি দেখলাম, আমার চোখ তাদের টুপির উপর পড়ল যাতে পবিত্র চুল মুবারক ছিল  অত্যন্ত দুঃখ হল এবং তখনই রওনা হলাম যে, কোনোভাবে তাদের কাছে টুপি পৌঁছে দিই  হযরত আবু উবাইদা  رَضِیَ اللهُ عَنْہُ  বললেন: আল্লাহ তোমাকে বরকত দিক সেও তাদের সাথে সেনাবাহিনীতে যোগদান করল

যরত রাফে বিন উমায়রা  رَضِیَ اللهُ عَنْہُ , যিনি হযরত খালিদ বিন ওয়ালিদ  رَضِیَ اللهُ عَنْہُ  এর সাথে ছিলেন, বলেন: অবস্থা এমন ছিল যে আমরা আমাদের জীবন থেকে সম্পূর্ণ নিরাশ হয়ে গিয়েছিলাম, হঠাৎ তাকবীরের আওয়াজ এল।  হযরত খালিদ বিন ওয়ালিদ  رَضِیَ اللهُ عَنْہُ  দেখলেন যে, এই আওয়াজ কোথা থেকে এল। যখন রোমানদের সেনাবাহিনীর দিকে নজর পড়ল, তখন কী দেখলেন যে কিছু অশ্বারোহী তাদের পিছু ধাওয়া করছে এবং হতবুদ্ধি হয়ে পালিয়ে আসছে।  হযরত খালিদ বিন ওয়ালিদ  رَضِیَ اللهُ عَنْہُ  ঘোড়া চালিয়ে একজন অশ্বারোহীর কাছে পৌঁছালেন এবং জিজ্ঞাসা করলেন যে, হে বীর অশ্বারোহী! তুমি কে? সে উত্তর দিল: আমি