Book Name:Zulf e Mustfa Ki Qasam

মনে পবিত্র চুলের প্রতি আকাঙ্ক্ষা জাগল, তাই তিনি সেই পবিত্র চুলগুলো কিনে নিলেন  শুধু এই পবিত্র চুলগুলোর বরকতেই আল্লাহ পাক তাকে তাওবার তৌফিক দান করলেন এবং তাকে বেলায়েতের মর্যাদাও দান করলেন

দাতা হুযূর  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  বলেন: খাজা মাহদি সায়্যিয়ারী  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  হযরত খাজা আবু বকর ওয়াসতি  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  এর হাতে বায়াত গ্রহণ করেন এবং তার খেদমতে থেকে এমন মর্যাদা লাভ করেন যে, বেলায়েতে ইমাম হিসেবে গণ্য হন  হযরত খাজা মাহদি সায়্যিয়ারী  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  ওফাতের সময় এই ওসিয়ত করেছিলেন যে, এই দুটি পবিত্র চুল যেন আমার মুখে রেখে দেওয়া হয় তদনুসারে তাঁর ওসিয়তের উপর আমল করা হয়  তাঁর পবিত্র মাজার মারূ নামক অঞ্চলে অবস্থিত মানুষ তাঁর পবিত্র মাযারে উপস্থিত হয়, নিজেদের প্রয়োজন পেশ করে এবং আল্লাহ পাক নিজের কামিল ওলীর সদকায় মানুষের উপর রহমতের দৃষ্টি দান করেন

(কাশফুল মাহজুব, ২৩৪-২৩৫ সামান্য পরিবর্তন)

خدمت تری  اعزاز مرا موئے مبارک                       ہے حامِل درجاتِ عُلیٰ موئے مبارک

 

খিদমত তেরি এযায মেরা মুয়ে মুবারক

হে হামিল দারাজাতে উলা মুয়ে মুবারক

আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র চুলের বরকত নসিব করুক, ! اَلْحَمْدُ لِلّٰه  আজও অনেক আশিকে রাসূলের কাছে পবিত্র চুল বিদ্যমান রয়েছে, এই আশিকরা মাঝে মাঝে মানুষকে সেগুলোর যিয়ারত করিয়ে থাকেন  যখনই সুযোগ আসে, আমাদের উচিত খুব আদব সম্মানের সাথে, পাকপবিত্র হয়ে, ভালো কাপড় পরে, দরূদ শরীফ পড়তে পড়তে অত্যন্ত গুরুত্বের সাথে পবিত্র চুলের যিয়ারত করে নেওয়া

زیارت گیسوؤں کی ہے نبی کی دید کا حِصَّہ